১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার বেলা ১১টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
ফলে পারাপারের অপেক্ষায় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়ে তিন কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন তৈরি হয়। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়লে রোববার বেলা ১১টার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই দুটি নৌপথে ২০টি ফেরি দিয়ে যানবাহন চলাচল করে।
ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী দিগন্ত পরিবহনের শহিদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে বাসটি গাবতলী থেকে ছেড়ে সকাল ৯টার দিকে পাটুরিয়া ঘাটে এসে ঘন কুয়াশার কারণে আটকে যায়।
আরিচা কার্যালয় বিআইডব্লিউটিসির এজিএম আবদুল সালাম রহমান বলেন, রোববার রাত ১১টা থেকে নৌপথে দেখা না গেলে নৌকা দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল ১০টার পর ঘন কুয়াশা কমে গেলে এ দুই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।