বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন ৪৪ জন

0

কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও সংস্থাকে এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ১০টি বিভাগে ২৯ ব্যক্তি ও সংস্থাকে কৃষি খাতে সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করেছেন।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী কার্যত গণভবন থেকে কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কারপ্রাপ্ত ও প্রতিষ্ঠানের মধ্যে ৩টি স্বর্ণপদক, ২৫টি ব্রোঞ্জ ও ১৬টি রৌপ্য পদক বিতরণ করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- বগুড়ার ডা. মোঃ রায়হান, পিরোজপুরের বদরুল হায়দার বেপারী, কিশোরগঞ্জের হামিদুল হক, ঝিনাইদহের শারমিন আক্তার, পাবনার দুলাল মৃধা, সাভারের কোজাহাদ হোসেন, রাজশাহীর মনিরুজ্জামান মনির, নূর মোহাম্মদ, পূর্ণিমা বেগম ও শফিকুল ইসলাম; পিরোজপুরের বারেক হাওলাদার, রংপুরের মজিদুল ইসলাম, নওগাঁর গৌতম কুমার সাহা, পাবনার আমিরুল ইসলাম, ঢাকার শেরেবাংলা নগরের মুহাম্মদ রাকিবুল আহসান রনি, আইয়ুব হোসেন ও যশোরের নাসরিন সুলতানা; খুলনার হালিমা বেগম, সিলেটের আব্দুল হাই আজাদ বাবলা, মাদারীপুরের সাইফুল ইসলাম, ঝিনাইদহের রফিকুল ইসলাম, খুলনার আবুল হোসেন সরদার, নারায়ণগঞ্জের বাবুল হোসেন ও শফিকুল ইসলাম; ফেনীর মজিবুল হক, দিনাজপুরের মাহবুবর রহমান, ঝিনাইদহের মকবুল হোসেন, সহিদুল ইসলাম, মাহবুবুল ইসলাম ও সিরাজগঞ্জের রোস্তম আলী; খাগড়াছড়ির হ্লাশিং মং চৌধুরী, ময়মনসিংহের গাজী মামুদ, রিনা বেগম ও টাঙ্গাইলের ছানোয়ার হোসেন; নাটোরের মোমরেজ আলী, পাবনার শাহিনুজ্জামান, বান্দরবানের তুঘো ম্রো, মুন্সিগঞ্জের সিরাজ খান, রাঙামাটির আবদুল আউয়াল, গাইবান্ধার শাকিল মিয়া, নড়াইলের তনিমা আফরিন ও দিনাজপুরের রাখি দে। এন্টারপ্রাইজ ক্যাটাগরিতে প্যারামাউন্ট এগ্রো লিমিটেড এবং ঢাকার নবাবগঞ্জের নিপু ট্রেডার্স পুরস্কার পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *