ডিসেম্বর 15, 2025

বিদায়ের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ডাচ রাষ্ট্রদূত

Untitled design - 2025-08-06T170901.885

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের মিশন প্রধান আন্দ্রে কার্স্টেনস বিদায়ী সাক্ষাৎ করেন। বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি ‘জেনারেশন জেড’-এর নেতৃত্বে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রশংসায় গাওয়া একটি গানের কথা এবং ভিডিও প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা বলেন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফ সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন।

Description of image