নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন ও দায়িত্বের কথা জানালেন আসিফ মাহমুদ

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন ও দায়িত্বের কথা জানালেন।

Description of image

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানকে সফল করেছে। দেশের জন্য জীবন উৎসর্গ করার অদম্য ইচ্ছা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্র-জনতাদের নেতৃত্বে ফ্যাসিস্টরা নেমে পড়ে। সেই ঐতিহাসিক সংগ্রামের একটি ছোট অংশ হতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’

তিনি আরও লিখেছেন, ‘যতদিন বেঁচে থাকব, হাজারো শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব।’

এদিকে, এর আগে রোববার বেলা ১টার দিকে তিনি লেখেন, ‘রাজনৈতিক স্বার্থে অনেকেই অনেক কথা বলছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু জুলাই বিদ্রোহের ইতিহাসকে বিকৃত করবেন না।’

ওই পোস্টে আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘এই প্রজন্মের রক্তের অর্জিত অর্জন ‘জুলাই বিদ্রোহ’ নিয়ে মিথ্যাচার সহ্য করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এ বিষয়ে চুপ থাকতে পারবেন না।’

স্ট্যাটাস শেষে তিনি মিথ্যাবাদীদের ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।