তিস্তা জুড়ে ৮ হাজার মানুষের পদযাত্রা

তিস্তা মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের রেলস্টেশন এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। এতে আট হাজার মানুষ অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। মিছিলে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, ঐতিহ্যগতভাবে রংপুর অঞ্চলের তিস্তা নদীর সঙ্গে যুক্ত এই এলাকার মানুষের একসময় ধানের ক্ষেত ছিল, গোয়াল ভরা গরু ছিল । তিস্তাপাড়ের মানুষ এক সময় সুখী জীবনযাপন করত। তিস্তা নদী ছিল আমাদের মায়ের মতো। তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা নদী এখন বালুকাময় সৈকত। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ শুষ্ক মৌসুমে তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি ধরে রাখে এবং বর্ষাকালে বিনা কারণে পানি ছেড়ে দেয়। এর ফলে বন্যা হয়। লাখ লাখ পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদীভাঙনে নিঃস্ব হচ্ছে লাখ লাখ মানুষ। যে তিস্তার মানুষের জীবন-জীবিকার একমাত্র ভরসা ছিল সেই তিস্তাই এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।