আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল

0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

Description of image

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাছির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে আলোচনা করেছি। মে বা জুনে জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে কবে জাতীয় নির্বাচন হবে তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসির নেই।’

তিনি আরও বলেন, আজ সোমবার প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য বিএনপির রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ প্রধান উপদেষ্টাই জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।