ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ বাংলাদেশির মৃত্যু

0

Description of image

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেডুসায় যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ইতালীয় শহর এগ্রিজেন্তোতে প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজিওর এক বিবৃতির বরাতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, কোস্টগার্ড সদস্যরা লাম্পেডুসার কাছে একটি জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিয়ন থেকে ১৮ মাইল (২৯কিলোমিটার) দূরে রাতে নৌকাটিকে দেখতে পান। এরপর উদ্ধার অভিযান চালানো হয়।

লুইগি প্যাট্রোনাজিও অফিস অবৈধ অভিবাসন এবং হত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।