সাদ সমর্থকদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি জুবায়েরপন্থীদের

0

জুবায়ের-পন্থী আলেমরা তাবলিগ জামাতের সাদ সমর্থকদের সন্ত্রাসী সংগঠন বলে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টাসহ ৭ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এ দাবি জানান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লে.জে.জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সাদ সমর্থকরা সন্ত্রাসী বার্তা দিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন, ‘জোবায়ের সমর্থকরা কোনো বিশৃঙ্খলা চায় না। অনেকে এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলছেন। কিন্তু তা নয়। বরং সাদ সমর্থকরা আমাদের প্রাণহানি ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের আজই গ্রেফতার করতে হবে।

এক প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলেন, ‘জোবায়ের সমর্থকদের ইজতেমা অবশ্যই হবে, তবে সাদ সমর্থকদের ইজতেমার কোনো সুযোগ নেই।’

বৃহস্পতিবার টঙ্গীর তুরাগাতী অভিমুখে লংমার্চ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাকরাইলে সিনিয়র আলেমদের সম্মেলন চলছে। সেখানে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *