চিন্ময়ের মুক্তির দাবিতে ফেসবুকে পোস্ট ,ছেলেকে পুলিশে দিলেন বাবা

0

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের মুক্তির দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করার পর বাবা বিমল দাস ছেলে অভি দাসকে থানায় সোপর্দ করেন। বুধবার সুনামগঞ্জের জামালগঞ্জে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন, ‘আমি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই।’ এ কিশোর আরও লিখেছেন, ‘যদি তাকে মুক্তি না দেওয়া হয়, তবে ভুলে যাবেন না, আমাদের সনাতনীরাই পৃথিবীতে প্রথম যুদ্ধ সৃষ্টি করেছিল। আমরা সবসময় আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত. কারণ আমরা রামসেনা, রাম, রাম।’

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ফেসবুকে পোস্ট দেন অভি দাস (১৭)। তিনি তার পোস্টে যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আলেম ওলামাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ওই রাতেই অভির বিচার ও গ্রেপ্তারের দাবিতে একদল আলেম সাচনা বাজারে বিক্ষোভ মিছিল করেন। বিকেলে উপজেলার আলেম-উলামা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অভির বাবা বিমল দাসকে জানান, তার ছেলে ভুল করেছে এবং ছেলেটিকে ক্ষমা করার অনুরোধ জানান।

পরে সবাই একসঙ্গে থানায় গেলে অভি দাসও উপস্থিত হয়ে সবাইকে বলেন, ‘আমার ভুল হয়েছে।’ পরে অভি দাস জামিনে মুক্তি পান। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম. কামাল হোসেন বলেন, ‘আমাকে জানানো হয়েছে, উপজেলার আলেম-উলামা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিষয়টির সমাধান করেছেন, অভি দাসকে জামিনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *