আজ থেকে সুপারশপে  বন্ধ হচ্ছে  পলিথিন ব্যাগ

0

অন্তর্বর্তীকালীন সরকারের আগের নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে সব সুপারশপের সামনে বা সামনে ক্রেতাদের কেনাকাটার জন্য পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই মধ্যে নিত্যদিনের কেনাকাটা, স্বপ্ন, আগোরায় পলিথিনের ব্যবহার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুপারশপ আউটলেটের ব্যবস্থাপকরা জানিয়েছেন, ইতিমধ্যেই তারা দোকানের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের কাছে থাকা টিস্যু ব্যাগ, জালি ব্যাগ ছিল সেগুলো  সরিয়ে ফেলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ সরবরাহ করা হচ্ছে। যার দাম ৬ থেকে ১৭ টাকা।

গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *