সিইসিসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

0

আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও ইসি সচিব হুমায়ুন কবির খন্দকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম আলতাফ হোসেন। তিনি জানান, রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের মেম্বার প্রার্থী আহমেদ কবির ৬ ভোটে হেরেছেন। তিনি নির্বাচন কমিশনে পুনঃভোটের আবেদন করেন। তবে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আহমেদ কবির। তার রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ইসিকে ১৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের আদেশ অমান্য করে ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এ অবস্থায় আহমেদ কবির হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *