ইউআইটিএস-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল।

0

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) অদ্য ১লা সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রোজ রবিবার, বেলা ০২:৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়।

Description of image

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান-সহ বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।