বন্যার্তদের পাশে ইউআইটিএস এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) গত ২৫ আগষ্ট ২০২৪ খ্রি. রোজ রবিবার, বাংলাদেশের ১১টি জেলায় চলমান বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর লক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অর্থ প্রদান করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বন্যাকবলিত দুর্যোগ মোকাবেলার জন্য একটি স্বেচ্ছাসেবক টিম প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হয়। তাছাড়া গত ২২ আগষ্ট ২০২৪ খ্রি. থেকে ইউআইটিএস-এর শিক্ষার্থীদের একটি টিম বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবার কার্যক্রম পরিচালনা করছে এবং বন্যা মোকাবেলার জন্য ভবিষ্যতে স্বেচ্ছাসেবা প্রদান করার আগ্রহ প্রকাশ করেছে ইউআইটিএস-এর অসংখ্য শিক্ষার্থী।