রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত

0

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথেও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এ জামাত অনুষ্ঠিত হয়।

এদিন সকাল সাড়ে ৭টায় শিশু-নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। দেশে অবস্থানরত বিদেশি মুসলমানরাও এবারের ঈদ উদযাপনে অংশ নেন।

নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, সারা বিশ্বে যেমন হচ্ছে আমরাও ঈদ উদযাপন করছি। এর আগেও ঈদ উদযাপন করেছি।

এদিকে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, ঝিনাইদহ ও বরিশালের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একাংশ।

প্রতি বছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে তাল মিলিয়ে ঈদ উদযাপন করছে চাঁদপুরের ৫০টি গ্রামের মানুষ। আজ সকালে জামাতের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

হাজীগঞ্জে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪০ মিনিটে। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সদরভী।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল আজহা সোমবার নির্ধারিত হলেও দেশের কোথাও কোথাও আজ ঈদ উদযাপিত হচ্ছে। বহু বছর ধরে, দেশটির মুসলিম সম্প্রদায়ের একটি অংশ মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সাথে সাধারণভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *