ঈদে অতিরিক্ত ভাড়া নিলে গণপরিবহন বন্ধের হুঁশিয়ারি
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, এবারের ঈদে কোনো আন্তঃজেলা বা দূরপাল্লার গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে সেই গণপরিবহন বন্ধ করে দেওয়া হবে। আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৯ মার্চ) পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়ক/সড়ক যাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মসিউর রহমান রাঙ্গা বলেন, এবারের ঈদে যে কোনো এলাকায় জ্যাম, যানজট বা অবরোধ হতে পারে তা চিহ্নিত করা হয়েছে। এবার ঈদ ভ্রমণে মহাসড়কে ড্রোনের সাহায্য নিচ্ছি। ড্রোনের সাহায্যে আমরা ছবি দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব।
রাঙ্গা জানান, ঈদে অনেক পরিবহন কোম্পানি অতিরিক্ত ভাড়া নেয়। সুনাম নিয়ে কাজ করে এমন কোনো বাস কোম্পানি যদি বেশি ভাড়া নেয় তাহলে আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব। প্রয়োজনে ঘটনাস্থলে উপস্থিত হব। অভিযোগ পেলে আমরা সেখানে যাব। কোন কোন জায়গায় কারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তা আমরা চিহ্নিত করব।
মসিউর রহমান রাঙ্গা বলেন, এই ঈদে কোন এলাকায় জ্যাম, যানজট বা ব্লক তৈরি হতে পারে তা চিহ্নিত করা হয়েছে। এবার ঈদ ভ্রমণে মহাসড়কে ড্রোনের সাহায্য নিচ্ছি। ড্রোনের সাহায্যে আমরা ছবি দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব।
মহাখালী বাস টার্মিনালের সামনে রাস্তা না থাকায় রাস্তাটিও টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখান থেকে যাওয়ার পর প্রথমে মহাখালী যাব। চলুন দেখি সমস্যাটা কি। আমি আবারও বলছি, যারা বেআইনিভাবে পার্কিং করছে, যারা বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।