করোনায় মৃত্যুহীন দিন, নতুন শনাক্ত ২৬২ জন
বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার কমার পর বাংলাদেশে এই দ্বিতীয়বারের মতো প্রাণহীন মৃত্যুর মধ্য দিয়ে গেল।
তবে গত ২৪ ঘণ্টায় ২৬২ জন নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কর সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬২টি নতুন করোনা সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত ২৮ হাজার ১৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা অনুসারে, সনাক্তকরণের হার ১.২২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ২৮৭ জন করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দশ দিন পরে, সেই বছরের ১৮ মার্চ, স্বাস্থ্য অধিদপ্তর ঘোষণা করেছিল যে এটি দেশে প্রথম ব্যক্তি যিনি ভাইরাসে মারা গেছেন।