জানুয়ারি 31, 2026

রংপুরে পিস্তলসহ এক যুবক গ্রেফতার

Untitled design - 2025-08-07T184501.357

রংপুর শহরের ধাপ এলাকা থেকে আহসান ইউসুফ পাভেল (৪২) নামে এক ব্যক্তিকে পিস্তল ও দেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত পাভেল ছাত্রদলের একজন প্রাক্তন নেতা। বুধবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুরের ৭২তম পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ নোয়াব জানান, বুধবার রাত দেড়টার দিকে ধাপ আরজি ক্লিনিকের পাশের তার বাড়ি থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, চাপাতি, হকি স্টিক এবং দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, পরে গ্রেপ্তারকৃত পাভেলকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Description of image