ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

0

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন ঢাকার বাসিন্দা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর দেশে ডেঙ্গুতে এক হাজার ১৭ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৬ জন রোগী।

এদের মধ্যে ১ হাজার ৯৮৯ জনকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮৮৪ জন।

বছরের একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ১২০ জন। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *