জানুয়ারি 31, 2026

কক্সবাজারে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, ২ পাচারকারী গ্রেফতার

9

কক্সবাজারে শিশু ও নারীসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এরই মধ্যে আটক করা হয়েছে ২ পাচারকারীকে। রোববার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

Description of image

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছে। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফ ক্যাম্পের বাসিন্দা।

ওসি আরও জানান, রোববার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের পাচারের উদ্দেশ্যে জড়ো করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় জোবায়ের ও জয়নাল নামে ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, সংঘবদ্ধ পাচারকারীরা রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বিভিন্ন গাড়িতে করে কক্সবাজার শহরে নিয়ে আসে।