সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করার আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রী মো. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় রথযাত্রাকে সহযোগিতা করছে। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকলের দেশ। তাই যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করুন।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রী কৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রায় ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রাচীন তুলসীধামের উদ্যোগে শহরে একটি পৃথক রথযাত্রাও হয়। দুই রথযাত্রায় ভক্তদের ঢল নামে।
ইসকনের রথযাত্রার উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সমাজ থেকে সাম্প্রদায়িক গোষ্ঠী নির্মূল করতে হবে।
রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকনের প্রবর্তক লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, শ্রী কৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ। স্বাগত বক্তব্য রাখেন ইসকন মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতরং দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ প্রমুখ।
সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় ঋষিধাম আধিপতির পুকুরে এবং তুলসীধামের ২০০ বছরের পুরনো নন্দনকানন রথে কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্তের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন তুলসীধাম ব্যবস্থাপনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী। ভারতের সহকারী হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মনীশ সিংও বক্তব্য রাখেন।