সেন্ট্রাল হাসপাতাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে: ডা.সংযুক্তা

0

রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল নবজাতক ও মায়ের মৃত্যুতে অনিয়মের জন্য তার নাম ব্যবহার করেছে বলে দাবি করেন ডাঃ সংযুক্তা সাহা।

Description of image

মঙ্গলবার রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ডাঃ সংযুক্তা সাহা বলেন, সেন্ট্রাল হাসপাতাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে ।তারা যে এমন অনিয়ম করবে তা ভাবতেও পারিনি।

তিনি আরও বলেন, আঁখি যখন হাসপাতালে ছিল, আমি দেশে ছিলাম না। আমার টিকিট এবং বোর্ডিং পাস আছে। এমনকি ভিডিও কলেও আমি অপারেশন পর্যবেক্ষণ করিনি। সব মিথ্যা

এর আগে মা মাহবুবা রহমান আঁখিও ভুল চিকিৎসায় সদ্যোজাত সন্তানের মৃত্যুর সাতদিন পর মারা যান। রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।

প্রসবের জন্য গত শুক্রবার আঁখিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে আনা হয়। তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. সংযুক্ত সাহারের তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু নরমাল ডেলিভারির বদলে অপারেশন করা হয়। সেই অস্ত্রোপচারও করেন আরেক চিকিৎসক। প্রসবের রাতেই নবজাতকের মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।