ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

0

কবে পবিত্র ঈদুল আজহা- জানা যাবে আজ। ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে অনুগ্রহ করে কল করুন 02-223381725, 02-41050912, 02-41050916 এবং 02-41050917 এবং ফ্যাক্স করুন 02-223383397 এবং জেলায় 0551-এ অ্যাড. ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সৌদি আরবের আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। চলতি মাসের ১০ বা ২৮ জুন পালিত হবে ঈদুল আজহা।

এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে। চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে আগামী ২৯ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *