চাঁদা আদায় বন্ধের দাবিতে পোস্তগোলা ব্রিজ অবরোধ
সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চালকরা। এ কারণে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে চার শতাধিক অটোরিকশা চালক এ আন্দোলন শুরু করেন। পরে বাস ও অন্যান্য যানবাহনের চালকরা আন্দোলনে যোগ দেন।
আন্দোলনকারীরা জানান, এ সড়কে চলাচলকারী প্রতিটি অটোরিকশা থেকে ডিএসসিসি ৬০ টাকা করে চাঁদা নেয়। তারা সেই চাঁদা দিতে রাজি নয়। চাঁদা আদায় বন্ধের দাবিতে তারা পোস্তগোলা ব্রিজ এলাকায় আন্দোলন শুরু করেছে।
অটোরিকশা চালকদের চলাচলের কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, চালকরা দাবি করছেন তারা ৬০ টাকা দিতে রাজি নন।তাদেরকে বুঝিয়েও রাস্তা থেকে সরানো যায়নি।