বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের সাব পিলার-১৩ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলার দিয়ে একদল বাংলাদেশি গরু পাচারকারী ভারতের ২০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মিররাপা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়। পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

রংপুর ৬১ (বিজিবি) ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মাছুম বলেন, বিএসএর গুলিতে একজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *