সৌদি শর্ত পূরণে সংস্থার ব্যর্থতা।এখনও ভিসা পাননি ৪৪ হাজার হজযাত্রী

0

বাড়ি ভাড়াসহ সৌদি আরবের দেওয়া বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় এখনো ভিসা পাননি বাংলাদেশের ৪৪ হাজার ২৬৮ জন হজযাত্রী। শনিবার হজ অফিস ও হজ এজেন্সি ওনার্স অর্গানাইজেশন হাবের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানান।

হজযাত্রীদের ভিসা পেতে হজ এজেন্সিগুলোর জন্য সৌদি আরবের কিছু শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে – সৌদি আরবে হজযাত্রীদের আবাসন, ফ্লাইটের টিকিট, প্রবেশ ও প্রস্থান রুট এবং আগমন ও প্রস্থানের তারিখ নিশ্চিতকরণ। তবেই সৌদি দূতাবাস ভিসা দেবে। সংশ্লিষ্টরা জানান, কিছু হজ এজেন্সি মালিক এখনো সৌদি আরবের শর্ত পূরণ করতে না পারায় এসব হজযাত্রী ভিসা পাননি।

এ প্রসঙ্গে হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, ভিসার জন্য সৌদি আরবের দেওয়া প্রতিটি শর্ত পূরণ করতে হবে এজেন্সি মালিকদের। এমনকি এটি পূরণ করতে ব্যর্থ হলে ভিসা হবে না।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ৩০ শতাংশ হজযাত্রীকে প্রথমে বিমানে করে মদিনায় নিয়ে যেতে হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় একজন হজযাত্রীকে মদিনায় পাঠানোর কোনো ব্যবস্থা নেয়নি ধর্ম মন্ত্রণালয়। তবে বেসরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার হজযাত্রী মদিনায় পৌঁছেছেন।

এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশি হজ করতে যাবেন। আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত ৭৮ হাজার ২৯০ জন হজযাত্রী ভিসা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *