জানুয়ারি 31, 2026

আসামের ৩২ জেলায় বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু

6

Description of image

প্রতিদিনই তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বাড়িঘর থেকে কৃষি জমি পানির নিচে চলে যাচ্ছে। ভারতের আসামে বন্যার চরম মাত্রা ঘোষণা করা হয়েছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩২টি বন্যাপ্রবণ। বন্যায় এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানিতে ডুবে আটজন নিখোঁজ হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

আসাম প্রশাসন শনিবার জানিয়েছে যে বন্যায় নিহত ২৫ জনের মধ্যে চার শিশু রয়েছে। এ বছর আসামে বন্যা ও ভূমিধসে সব মিলিয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে।

সরকারের ৫১৪টি আশ্রয়কেন্দ্রে দেড় লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি হল বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মাজুলি, নগাঁও, নলবাড়ি এবং শিবসাগর।

এদিকে বন্যা পরিস্থিতির খোঁজ নিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ফোনে মোদি তাকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। ভারতীয় সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্ধারকর্মীরা মোতায়েন করা হয়েছে। ত্রাণ বিতরণও চলছে।