ইউআইটিএস-এ “Eco-Friendly and Economic Methods in Various fields of Pharmacy Utilizing Hydrotropy, Mixed Hydrotropy and Mixed Solvency Concept”এর উপর আন্তর্জাতিক ওয়েবিনার।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ফার্মেসি বিভাগ অদ্য ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার, সকাল ১০:৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “Eco-Friendly and Economic Methods in Various fields of Pharmacy Utilizing Hydrotropy, Mixed Hydrotropy and Mixed Solvency Concept”এর উপর আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে।
উক্ত সেমিনারের Resource Person হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন Dr. Rajesh Maheshwari, Ex-Proffessor and Head, Pharmacy Department, SGSITS, Indore, India। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, ফার্মেসি বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম।
এছাড়া ইউআইটিএস এবং পিএইচপি পরিবারের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান এই ওয়েবিনারে অনলাইনে যুক্ত হন। তিনি Dr. Rajesh Maheshwari এর গবেষণার এবং সবার সুষ্ঠ অংশগ্রহণের ভূয়ষী প্রশংসা করেন এবং সবাইকে সুন্দর জীবনযাপনের আহবান জানান।
এই ওয়েবিনারের সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। ওয়েবিনার শেষে ফার্মেসি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন Dr. Rajesh Maheshwari।
এরপর Dr. Rajesh Maheshwari কে Certificate of Appreciation প্রদানের মাধ্যমে ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।