সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচনের জন্য একবারেই ভোটগ্রহণের প্রস্তাব করেছেন। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব করেন। বৈঠকের সিদ্ধান্ত পরে সাংবাদিকদের জানানো হয়।
সাবেক সিইসি মোহাম্মদ আবদুর রউফ বলেন, বারবার নির্বাচন করে এত কাগজ নষ্ট করে এত টাকা খরচ করার দরকার নেই।
সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব করে তিনি বলেন, সংসদীয় ব্যবস্থা থাকবে। আমেরিকার মতো সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আনার দরকার নেই। নির্বাচন সহজ করতে হবে।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, “মনোনয়ন কেনাবেচা বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। কারণ মনোনয়নপত্র কেনাবেচা নির্বাচনের বাণিজ্য নিয়ে এসেছে। ২০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবো, ১০ কোটি টাকা ছড়াব।” পাঁচ বছর থাকলে ২০০,২৫০ কোটি টাকা লাভ করব সোজা হিসাব।
এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, অনেক গুরুত্বপূর্ণ, অভিনব, সৃজনশীল প্রস্তাব আছে, সবকিছু পর্যালোচনা করে সুপারিশ করব।