তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ

0

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে তারা মহাখালী রেলগেট ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে দেড়শ থেকে দুই হাজার শিক্ষার্থী মিছিল বের করে। সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি আমতলী মোড়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় এসে থামে।

সরেজমিনে দেখা যায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন কলেজের শতাধিক শিক্ষার্থী। এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যেন নিজেই মহাখালীতে আসেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করে তিতুমীরের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি। শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারী। কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি। বাংলা কলেজ এবং সরকারী তিতুমীর কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। পাঠদানে সমন্বয়হীনতা, বইয়ের অবমূল্যায়ন, ফল না পাওয়াসহ নানা সমস্যা এখনো চলছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

আগে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছিল। এই সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *