প্রয়োজনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন সংস্কার কমিশনকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে

0

অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রয়োজনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ‘প্রযুক্তিগত সহায়তা’ দেবে।

Description of image

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেন।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বলেন, কোনো কমিশনের কারিগরি সহায়তার প্রয়োজন হলে তারা তা দিতে রাজি। এর পাশাপাশি তারা লজিস্টিক সাপোর্ট দিতেও আগ্রহী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অন্তর্ভুক্তিমূলক সমাজের ওপর জোর দিয়েছেন।

বৈঠক প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের বিষয়টি উঠে আসে। একটি গণতান্ত্রিক, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী চেতনায় ধর্ম-বর্ণ-লিঙ্গ-গোত্র নির্বিশেষে সমঅধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে বহুমুখী ঝুঁকি মোকাবেলায় সতর্ক থাকার বিষয়ে আলোচনা হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক দুই দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।