‘ঢাকা কলেজ ছাত্রলীগ করছ’ বলে মারধর

0

ঢাকা কলেজ ছাত্রলীগের তিন নেতাকে ‘ঢাকা কলেজ ছাত্রলীগ করস’ বলে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের গেটের সামনে এ মারধরের ঘটনা ঘটে। আহত হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতা। আহত দুজন হলেন কাওসার হাসান কায়েস ও সাব্বির হোসেন।

আহত খওসার হাসান কায়েস জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে সাত কলেজকে অন্তর্ভুক্ত করা নিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের একাংশের বিরোধিতার কারণে মারধরের ঘটনা ঘটতে পারে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমাদের পালচার গাড়ি, তাদের একটি নীল রঙের গাড়ি। গাড়িটি হঠাৎ আমাদের মাঝখানে ঢুকিয়ে দিল। পরে তারা অভিযোগ করে ‘আমরা কি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছি?’, অকথ্য গালিগালাজ ও আক্রমণাত্মক হয়ে উঠেন।

ব্লক করে ওরা  গাড়ি থেকে নেমে যায়। ওই গাড়িতে দুই থেকে তিনজন ছিলেন। এই সমস্ত লোক এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল।

আমাদের তিনজনের উপর ঝাপিয়ে পরে, হাতে যা ছিল তা দিয়ে আঘাত করা হয়। কারো হাতে বাঁশ, কারো হাতে কলমও ছিল।

হামলার সময় তিনি কারও নাম উল্লেখ করতে বা কাউকে চিনতে পারেননি বলে জানান। কিন্তু তিনি বললেন, দেখলেই চিনতে পারবেন।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ঢাকা কলেজ ছাত্রলীগ নিয়ে ঝামেলা চলছে বলেই এই হামলা হতে পারে। আমার অবস্থান থেকে আমি ৯০ শতাংশ বিপদ দেখতে পাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *