“ভিসা নীতির ভয় দেখিয়ে লাভ নেই, উজান ঠেলে নৌকা এগিয়ে যাবে”
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা সারাজীবন উজান ঠেলেই এগিয়েছে। আমাদের আন্দোলন, ভিসা নিষেধাজ্ঞা বা বিদেশীদের ভয় দেখালে কোন লাভ হবে না। ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
‘শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আজকে যারা আন্দোলনের নামে প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে ছুড়ে দিচ্ছে, তাদের বলব- মেঘ ভয় পায়, সূর্য তাদের পেছনে হাসে। নৌকা সারাজীবন উজানে ঠেলেছে। উজানে ঠেলে এগিয়ে যাবে।
‘তিনি বলেন, “অনেকেই আন্দোলনের কথা বলে। আবার ভিসা নীতি বা ভিসা নিষেধাজ্ঞা ভয় দেখায়। আমার স্পষ্ট কথা, দেশ আমাদের, আমরা দেশকে স্বাধীন করেছি। এসব ভয় দেখিয়ে লাভ নেই।
আত্মবিশ্বাসের সাথে জনগণের কল্যাণে কাজ করলে তাদের ভাগ্যের পরিবর্তন সম্ভব। আমরা এটা দেখেছি। তবে তার স্থিতিশীলতা দরকার।
শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশ অন্ধকারে ছিল, এখন আর নেই।
আলোর পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আমরা একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছি। কবি সুকান্তের ভাষায়- ‘এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে দেব, নবজাতকের কাছে এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা।’
কারো কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি। মানুষের ভাগ্যের পরিবর্তনে বাংলাদেশ একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ এখন অন্ধকার যুগে নেই। সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সরকারের প্রায় সব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সমাবেশে যোগ দেন। এ ছাড়া সরকারের সচিবসহ বিভিন্ন পর্যায়ের আমলারাও এই সমাবেশে অংশ নেন। একই সঙ্গে যোগ দেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক সাখাওয়াত হোসেনসহ অন্যরা।