সরকার টিসিবির জন্য ৮ লাখ লিটার সয়াবিন তেল কিনছে
রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য দেশের বাজার থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ৮ কোটি বই কেনা হবে। সংশ্লিষ্ট ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান। তিনি বলেন, টিসিবির জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১২৭ কোটি ৯৬ লাখ টাকায় ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে কেনা এই তেলের দাম পড়বে প্রতি লিটার ১৫৯ টাকা ৯৫ পয়সা।
কেন আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে স্থানীয় কোম্পানির কাছ থেকে তেল কেনা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোলা টেন্ডারের মাধ্যমে তা কেনা হচ্ছে। খোলা টেন্ডারে দাম কমবেশি হতে পারে।
একই সভায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৪৬টি পাঠ্যবই কেনার সিদ্ধান্ত হয়। প্রাথমিকের জন্য ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি পাঠ্যবই কিনতে ব্যয় হবে ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই কিনতে খরচ হবে ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকা।
এ ছাড়া সভায় মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়ক দিরাই-শাল্লা অংশ পুনর্নির্মাণ প্রকল্পের তিনটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। মেসার্স ওহিদুজ্জামান চৌধুরী ও জন্মভূমি বিল্ডার্স যৌথভাবে প্রায় ৪৩৪ কোটি টাকা ব্যয়ে এসব কাজ বাস্তবায়ন করবে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চট্টগ্রাম জেলার আনোয়ারায় ৭৮৪ একর জমির ওপর চীনা অর্থায়নে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণ ও ইউটিলিটি সেবা সংক্রান্ত কাজ কেনার সিদ্ধান্ত হয়েছে।জি২জি ভিত্তিতে সরকার।