আবার এসেছে আষাঢ়
‘আবার এসেছে আষাঢ়, আকাশ চাই’, ‘পুরাতন হৃদয়, পুলকে দুলিয়া’-র মতো গানের সুরে সত্যিই আবার বেজে ওঠে। মনে পড়ে সেই গান ‘বাদল দয়ান প্রথম কদম ফুল’। আজ পহেলা আষাঢ়। আষাঢ়ের প্রথম দিন। পঞ্জিকার হিসেব অনুযায়ী আজ ভোর হলেও গ্রীষ্মের তাপদাহে জনজীবন বিপর্যস্ত। গত কয়েকদিনে ঢাকাসহ সারাদেশে মুষলধারে বৃষ্টি হলেও এখনো শান্তি নেই মানুষের হৃদয়ে।
বর্ষা বাংলা ক্যালেন্ডারের তৃতীয় মাস। এটি বর্ষা মৌসুমের অন্তর্ভুক্ত দুই মাসের প্রথম মাস। এবং নামটি পূর্বাষাধা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এসেছে। বর্ষাকাল গ্রীষ্মের ধূলিময় ক্লান্তি ধুয়ে মুছে দেয় আর প্রকৃতি সেজেছে গাঢ় সবুজে। নদীতে উপচে পানি, আকাশে ঘন মেঘ। বর্ষার বৃষ্টি।
কদম ফুল, জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপাসহ আরও অনেক ফুল এ ঋতুর সুবাস ছড়াবে বিশুদ্ধ বাতাসে। বর্ষাকে স্বাগত জানাতে উপচে পড়া পদ্ম পুকুরে রঙিন ফুল ফুটেছে। কেতকির শাশুড়িও যত্নে আছে। কৃষকের চঞ্চল চোখ বর্ষার অপেক্ষায়, অসংখ্য খাল-বিল-নদী মিঠা পানিতে ভরে গাছে নতুন প্রাণ পায়।
প্রকৃতির এই বৈচিত্র্যের অপেক্ষায় মানুষ। শান্তি পেতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বর্ষা পূজা হবে। বর্ষা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও রাজধানীর গেন্ডারিয়া থানা সংলগ্ন মিল ব্যারাকে বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত জেটিতে বর্ষবরণ উৎসব-১৪৩০ বা আষাঢ়ের প্রথম দিন পালিত হবে। সকাল সাড়ে ৭টায় যন্ত্রশিল্পী হাসান আলীর বাঁশি বাজিয়ে অনুষ্ঠান শুরু হবে।