সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

0

দেশের সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানীয় সংসদকে বলেন, দেশের সব উপজেলায় পাবলিক লাইব্রেরি ও শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। প্রকল্পটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলার ৯৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সব স্কুলে চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *