সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
দেশের সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানীয় সংসদকে বলেন, দেশের সব উপজেলায় পাবলিক লাইব্রেরি ও শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। প্রকল্পটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলার ৯৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সব স্কুলে চালু করা হবে।