যানবাহনের চাপ বেড়েছে।সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির সারি, যানজটে ভোগান্তিতে যাত্রীরা
রায়গঞ্জের চান্দাইকোনায় ঢাকা-রংপুর মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়কে সড়ক ও জনপথ বিভাগের অধীনে দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক সহযোগিতা (সাসেক)-২ সংযোগ সড়ক প্রকল্পের নির্মাণকাজ চলছে। এ কারণে গত কয়েক বছর ধরে সড়কটির বেহাল দশা। তিনদিনের ছুটিতে বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জের চান্দাইকোনায় নির্মাণাধীন সেতুর দুই পাশে যানবাহনের চাপ বেড়ে যায়। চালক ও যাত্রীরা দীর্ঘ সময় আটকে থাকায় মহাসড়কে যানজট বাড়ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রায়গঞ্জের চান্দাইকোনার পাবনা বাজার থেকে বগুড়া বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে পণ্যবাহী ট্রাক ও বাসসহ যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। সিঙ্গেল লাইনেও দুই লেনের বাস-ট্রাক চালিয়ে ভোগান্তি বাড়াচ্ছেন চালকরা।
খবর পেয়ে মহাসড়ক ও স্থানীয় থানা পুলিশের পৃথক টহল দল যানজট নিরসনের চেষ্টা করলেও সকাল সাড়ে ৭টা পর্যন্ত উভয় পাশে যানবাহন আটকে থাকে। এ সময় ওই মহাসড়কের চান্দাইকোনা থেকে রায়গঞ্জের ধানগাড়া বাজার হয়ে বঙ্গবন্ধু সেতুর কোড্ডা ও মুলিবাড়ি হয়ে দূরপাল্লার একটি বাস-ট্রাক ঢাকার দিকে যেতে দেখা যায়।
সিরাজগঞ্জ থেকে সৈয়দপুরগামী জেনিন সার্ভিস বাসের সুপারভাইজার সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জের চান্দাইকোনায় সড়কে যানজট বেড়েছে। সকাল ৬টায় বাস ছাড়লেও চান্দাইকোনা বাজারের কাছে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করলেও তা চলছে ধীরগতিতে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম জানান, সাসেকের নির্মাণ কাজের ধীরগতি এবং মাটি ফেলে রাস্তা সরু হয়ে যাওয়ায় প্রায়ই এ ধরনের সমস্যা হচ্ছে। যানবাহনের চাপ বাড়লে সমস্যা আরও বেড়ে যায়। ওই মহাসড়কে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ থেকে রায়হাটি হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৩টি সেতু নির্মাণের কারণে সেখানেও যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে। খবর পেয়ে পুলিশ সকাল থেকে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করে। আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
রায়গঞ্জ থানার ওসি আসিফ ইকবাল জানান, হাটিকুমরুল হাইওয়ে থানার পাশে জেলা পুলিশ মহাসড়কের ওই স্থানে যানজট নিয়ন্ত্রণ করে। অসমাপ্ত নির্মাণ কাজের কারণে প্রায়ই এ ধরনের সমস্যা দেখা দেয়।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সালেকুজ্জামান খান জানান, মহাসড়কে যানজট কম বা যানবাহনের ধীরগতি থাকলেও প্রায়ই দূরপাল্লার বাস-ট্রাকগুলো জেলা শহর দিয়ে ঢাকা ও উত্তরাঞ্চলের দিকে চলাচল করে।
সাসেক-২ সংযোগ সড়ক প্রকল্পের পরিচালক (পিডি) ড. ওয়ালিউল রহমান জানান, নির্মাণ কাজ চলছে। তা জেনেও তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই ওই স্থানে যানজটের সৃষ্টি করে চালকরা। চলমান কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তাহলে আশাকরি তেমন কোন সমস্যা হবে না।