আল্লামা সৈয়দ মোহম্মদ সাবির শাহ (মজিআ) শহর কুতুব শাহ-সুফি আমানতখান (র.) মাজার শরীফ জেয়ারত
গতকাল ২ নভেম্বর মংগলবার রাতে রহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়দ মোহম্মদ সাবির শাহ( মজিআ) শহর কুতুব হযরত শাহ-সুফি আমানতখান (রহঃ) মাজার শরীফ জেয়ারত করেন। মাজার শরীফের মোতয়াল্লী শাহাজাদা সরফুদ্দিন মো: শওকত আলী খাঁন আল্লামা সৈয়দ মোহম্মদ সাবির শাহ( মজিআ) কে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ মোহসিন, নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ও পিএইচপি পরিবারের পরিচালক মোহম্মদ আমীর হোসেন সোহেল এবং সেক্রেটারী জেনারেল মোহম্মদ আনোয়ার হোসেন।