রাজধানীর বাসা থেকে মালামালের সঙ্গে নিয়ে গেল শিশুকেও

0

রাজধানীর আজিমপুরে একটি বাড়িতে ঢুকে মালামালের সঙ্গে এক শিশুকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ওই বাসায় সাবলেট থাকা এক নারী কয়েকজন বহিরাগতকে নিয়ে এই ঘটনা ঘটায়।

শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগে ক্যাশিয়ার হিসেবে কর্মরত। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

শিশুটির মায়ের এক সহকর্মী ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আজ শুক্রবার লালবাগ টাওয়ার, আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের গলি থেকে আমার অফিস সহকর্মী ফারজানার বাসায় ডাকাতি হয়েছে (এক নারী ও দুই পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটিকে নিয়ে গেছে।’

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশাইনু গণমাধ্যমকে জানান, ফারজানার বাড়িতে এক নারী সাবলেট থাকেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাড়িতে আসেন। পরে ফারজানার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ফারজানাকে চড় মারেন। পরে তারা বাড়ির মালামাল নিয়ে চলে যায়। মালামালের পাশাপাশি ফারজানার বাচ্চাকেও নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি বলেও জানান তিনি। তবে ঘটনা জানাজানি হওয়ায় পুলিশের একাধিক টিম দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *